ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.০৬.২৩) পর্ব ১: কেন্দ্রীয় বাহিনীকে নিশানা মমতার | কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের | হাইকোর্টে নৌশাদ | ABP Ananda LIVE
'বর্ডারে মানুষকে ভয় দেখাবে BSF,স্বরাষ্ট্রমন্ত্রী না গুন্ডা!' প্রথম প্রচারেই নিশীথ ও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা মমতার। 'দেশবিরোধী কথা মুখ্য়মন্ত্রীর', পাল্টা আক্রমণে দিলীপ। '৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কীভাবে ব্যবহার', অতিরিক্ত বাহিনী চাইতেই কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। ভোটের দফা বৃদ্ধির দাবিতে এবার হাইকোর্টে নৌশাদ। 'মুর্শিদাবাদে তৃণমূলকে ২০ থেকে ২ করব', হুঁশিয়ারি হুমায়ুনের।