Mamata Banerjee: ভোটের সময় ভোট নিয়ে চলে যায় বলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী। সরস মেলার উদ্বোধন করে উন্নয়নের বরাদ্দে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে নিশানা। ভোটের সময় ভোট নিয়ে চলে যায় বলে আক্রমণ।
আরও খবর..
জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের। ঝাড়গ্রামে ট্যাবের টাকা লোপাট, সবচেয়ে বেশি ১০টি FIR। শিলিগুড়িতে ২, কালিম্পঙে ৩, বীরভূম-বাঁকুড়ায় ১টি করে FIR। ইসলামপুর, আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, হাওড়া। পূর্ব মেদিনীপুর, বারাসাত, বসিরহাট, চন্দননগরেও FIR: পুলিশ সূত্র। ট্যাবের টাকা গায়েব-চক্র জড়িত থাকার অভিযোগ, ৮জন গ্রেফতার।