Governor: ''আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে...'', বিস্ফোরক অডিও বার্তা রাজ্যপালের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: একটা নয়, হাজারটা অভিযোগ আছে। একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত, তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? ' রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে, আজ এভাবেই রাজ্য়পালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আর গোটা ঘটনা নিয়ে অডিও বার্তা প্রকাশ করে সি ভি আনন্দ বোস বললেন, ''অশুভ চক্রান্ত রাজভবনে করা হয়েছে। আমরা জানি এসব করানোর জন্য কাদের বেছে নেওয়া হয়েছে, তাই সাবধানে থাকতে হবে। আমি রাজনৈতিক দলগুলিকে বলেছি, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।''
Continues below advertisement