Mamata Banerjee: ফের CAA ইস্য়ুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: উত্তরবঙ্গের সভা থেকে ফের CAA ইস্য়ুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিযোগ তুললেন, এরপর NRC আনা হবে, রাখা হবে ডিটেনশন ক্য়াম্পে। পাল্টা এদিন CAA নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন, বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বলেছেন, একটা তৃণমূলকেও নাগরিকত্ব দেব না। এদিন অবশ্য় কোচবিহারে দাঁড়িয়েই নরেন্দ্র মোদি বলেন, CAA নিয়ে অপপ্রচার করা হচ্ছে।
Continues below advertisement