Mamata Banerjee: অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রীকে পাল্টা তীব্র কটাক্ষ মুখ্য়মন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে শুরু হল এবার সিঁদুর-সংঘাত। আজ আলিপুরদুয়ারের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে ফের প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাল্টা সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্য়মন্ত্রী বললেন, সিঁদুর বেচতে এসেছেন, নিজের স্ত্রীকে আগে সিঁদুর পরান!
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।