Mamata Banerjee: বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রাজ্য় সরকারের বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে, এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন মুখ্য়মন্ত্রী। গতকাল বিরোধী দলনেতা বলেন, "এই সরকার আনসারুল্লাহ বাংলার...সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। হিন্দু বিরোধী। মুসলিম লিগ ২-এর সরকার।" পাল্টা আজ মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, এতো সংগ্রাম করার পর যে জম্মু-কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমাদের সম্পর্ক!  আর বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক! বাংলার মানুষকে বলব যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ তুলেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব, একথা আপনি বলতে পারেন কিনা।" জবাবে শুভেনদু বলেন, "ভোটব্যাঙ্কের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন, এই সরকার মুসলিম লিগ ২-এর মতো আচরণ করছে। আপনার রাজ্য়ে শাদ শেখ, আনসারুল্লা বাংলা, তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, ...মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতেও পারল না?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola