Mamata Banerjee: 'আসলে তোমার জামা বদল হয়েছে। ভিতরটা একই আছে', নাম না করে শুভেন্দুকে খোঁচা মমতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দুদিন আগে বিরোধী দলনেতার জেলাতেই ভাঙন ধরেছে বিজেপিতে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে। এই প্রেক্ষাপটে এবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে দলবদল নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'তৃণমূলে ছিলে যখন, তখন রোজা করতে। এখন আর করো না। আসলে তোমার জামা বদল হয়েছে। ভিতরটা একই আছে। এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়। তিনবার দল বদল করেছেন। লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন। আর কিছুদিন বাদে দেখবেন অনুরোধ আসবে অন্য দলে যাওয়ার।' পাল্টা বিরোধীরা আবার মনে করিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন, বিজেপির সঙ্গে জোট, পরে ফের কংগ্রেসের সঙ্গে জোট গড়ে রাজ্যে ক্ষমতা দখলের ইতিহাস। শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের 
প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 'তিনি বলেন, আপনি মেদিনীপুরের ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram