Mamata Banerjee : একমাস আগে শুরু আবেগের উৎসব দুর্গাপুজো, পদযাত্রায় বললেন মমতা। Bangla News
Continues below advertisement
ইউনেস্কোতে ধন্যবাদ জ্ঞাপন। একমাস আগে থেকে শুরু আবেগের উৎসব দুর্গাপুজো, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আশঙ্কা ছিল প্রবল বৃষ্টির। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা শুরুর আগে তুমুল বৃষ্টিতে ভাসে শহর। মিছিল শুরু হতেই মেঘ-বৃষ্টি উধাও। ঠিক দুপুর দুটোয় মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda MamataBanerjee BanglaNews DurgaPuja DurgaPuja2022