Morning Headlines: 'টাকা তোলার মাস্টার চাই না', নবান্নের বৈঠকে নাম করে নেতাদের মমতার হুঁশিয়ারি

ভোটে জয়ের পরেও কাঁটা পুরসভা। সরকারি জমি জবরদখল, তোলাবাজি থেকে পরিষেবা। নবান্নের বৈঠকে নাম করে নেতাদের মমতার হুঁশিয়ারি। সল্টলেক-নিউটাউনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল। প্রকাশ্যে সুজিতকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। গড়িয়াহাট থেকে হাতিবাগান-ফুটপাথ দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। দুর্নীতি নিয়ে নজরদারি কমিটি গঠনের ঘোষণা। প্রশাসকের হাতে হাওড়া পুরসভা। সুযোগ নিয়ে অবাধে টাকা তুলছে বিধায়করা, ইঙ্গিত করে আক্রমণে মমতা। কোথাও কোনও হস্তক্ষেপ নেই, দাবি অরূপের।  পুর-পরিষেবা থেকে বেলাগাম দুর্নীতি। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককে শোকজের নির্দেশ।                                                                                             

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola