Mamata Banerjee: যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রী, গাইলেন গান
রেড রোডের (Red Road) অনুষ্ঠান সেরে যোগমায়া দেবী (Jogmaya College) কলেজে সরস্বতী পুজোর (Saraswati Puja) অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) । ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রীদের গান শোনেন মুখ্যমন্ত্রী। বেশ খানিক্ষণ কাটানোর পর যোগমায়া দেবী কলেজ থেকে বেরিয়ে যান তিনি। যোগমায়া দেবী কলেজেরই ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।