Mamata Banerjee: ট্রেন বন্ধ করে দিলে বলবেন লোক আসতে পারছে না আর ট্রেনে সবাই গাদাগাদি করে আসছে, এগোলেও দোষ, পিছোলেও দোষ! বললেন মুখ্যমন্ত্রী | Bangla News
‘করোনা (Corona) আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিজেই জানি না কার কার কোভিড (COVID) হয়েছে। ৩ দিন জ্বর (Fever) থাকছে, ৭ দিন আইসোলেশনে (Isolation) থাকতে বলেছে কেন্দ্র। একটা বিমানে একজনের থেকে অন্যরা আক্রান্ত হয়েছেন। প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। মাস্ক অবশ্যই পরুন, ছেলেরা মাথায় ক্যাপ পরুন। মহিলারা চুল ঢেকে রাখুন, ভয় পাবেন না। আমি যদি ট্রেন বন্ধ করে দিই, তাহলে বলবেন লোক আসতে পারছে না। আর ট্রেনে যখন আসছে সবাই গাদাগাদি করে আসছে। এবার বলুন আমরা কোনটা করব! এগোলেও দোষ, পিছোলেও দোষ! আর লোক কতদিন জীবন-জীবিকা বন্ধ করে বসে থাকবে? গত তিন বছর ধরে এই জিনিস চলছে। ৭-৮ দিনের মধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যদিও হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজারের কিছু বেশি মানুষ। কোভিডের জন্য ১৯৪টি হাসপাতাল আমরা চিহ্নিত করেছি। পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্তাও আক্রান্ত হয়েছেন। খুব প্রয়োজন থাকলে তবেই বাইরে বেরোবেন। এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক কালীঘাটের বাড়ি থেকে করব। করোনা চিকিৎসায় ৩২ হাজারের বেশি বেড তৈরি আছে। রাজ্যে ১০ কোটি ৭৭ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ মানুষ। ৪০ শতাংশ মানুষ এখনও দ্বিতীয় ডোজ নেননি। ২৩.১৭ শতাংশ পজিটিভিটি রেট বেড়েছে। কন্টেনমেন্ট জোন রয়েছে ৪০৩টি। ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন। আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে,’ সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।