Mamata Banerjee: 'নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার

Continues below advertisement
'অভিষেককে বিজেপি ভয় পায়, নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার। তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি।'
 
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর। এদিকে এই প্রেক্ষাপটে আজ ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।'
 
এদিনের বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। মমতা বলেন, 'রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব'। অভিষেকের সঙ্গে কথা হয়েছে নোটিস পাওয়ার পর। ও বলল ওরা ডেকেছে আমি তৈরি। একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় পড়ে আছে। ঘুম নেই খাওয়া নেই পরিবার পরিজন ছেড়ে। মানুষের কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য। নবজোয়ার দেখে বিজেপির ভয় হয়েছে। নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে নোটিস দিয়েছে।'
 
কী কী বললেন মমতা?
বিজেপিকে তোপ
তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার জনগণের পরিবার। বিজেপিকে দেশ ছাড়া করতে লড়াই চলবে।
 
এজেন্সি নিয়ে
সিবিআই ইডি দিয়ে ভাবছো বিরোধী দলগুলিকে কোণঠাসা করবে। যত অত্যাচার করবে তত তৃণমূল শক্তিশালী হবে। সিঙ্গুর ভুলে গেছে, নন্দীগ্রাম ভুলে গেছেন, বিষ্ণুপুর ভুলে গেছেন।
 
একশো দিনের কাজ নিয়ে
একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গেছে।
 
কর্মসংস্থান নিয়ে
দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। আর বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গেছে।
 
মিটিংয়ে অভিষেকের না থাকা নিয়ে
অভিষেককে ভুল বুঝবেন না। আজ ও মিটিং করতে পারেনি বলে।
 
অভিষেককে নোটিস প্রসঙ্গে
নবজোয়ারকে ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিবিআই। আপনারা নবজোয়ারকে আটকাবেন। আমি নবজোরকে নব প্লাবনে পরিণত করব। আমি যেটা বলি সেটা করি। রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। মানুষই আমার পরিবার, মানুষই আমার ভগবান। মানুষের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। অভিষেককে আটকে নবজোয়ার আটকানো যাবে না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram