7:30tae Saradin: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে বিরোধীদের সেটিং কটাক্ষের জবাব মমতার

Continues below advertisement

 কী করেছে কেষ্ট? কেন ওকে গ্রেফতার করা হয়েছে? সরাসরি অনুব্রতর পাশে মমতা।

কোনও সেটিং করতে যাইনি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে সরকারি বৈঠকে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে বিরোধীদের সেটিং কটাক্ষের জবাব মমতার।

 

ওদের চোর ধরেছি, তাই ভয় দেখাতে রাজ্যের ৮ অফিসারকে ডাকছে। যত ইচ্ছা ভয় দেখাও।  দিল্লিতে আইপিএস-দের তলব নিয়ে আক্রমণ মমতার।

 

গরু পাচারের টাকা কার কার কাছে গিয়েছে, নির্দিষ্ট তথ্যের খোঁজে সিবিআই। একক ও যৌথ নামে অনুব্রতর মেয়ের সম্পত্তির হদিশ। বোলপুরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

 

পার্থর পর বোলপুরে এবার অনুব্রতরও খামারবাড়ির হদিশ। ৫০ বিঘে জমিতে হয় চাষবাষ। বোলপুরের ভোলে ব্যোম চালকল নিয়েও জল্পনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram