Kolkata News: 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল গেল রে, কী সর্বনাশ!' মানস ভুঁইয়ার মন্তব্যে তোলপাড় | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল গেল রে, কী সর্বনাশ!' কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটেই রাজ্য়ের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এই মন্তব্যে ঘিরে এখন তোলপাড়। নিজের বক্তব্য়ের ব্য়াখ্য়া দিতে গিয়ে আরেক বিতর্কিত মন্তব্য় করেন সেচমন্ত্রী।বললেন, 'সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুল-হুল-হুল হচ্ছে। 'এনিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'পার্কস্ট্রিট থেকে আর জি কর হয়ে দক্ষিণ কলকাতা ল' কলেজে পৌঁছে গেছে ছোট ঘটনা। তিনি যেটা বলেছেন এটা তৃণমূলের অবস্থান।'যদিও, মানস ভুঁইয়ার দাবি, কসবাকাণ্ডের সঙ্গে তাঁর বক্তব্য়ের কোনও সম্পর্ক নেই। কসবাকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন আরেক তৃণমূল বিধায়ক অশোক দেব!তাঁর প্রশ্রয়েই মনোজিৎ মিশ্রর বাড়বাড়ন্তের পাশাপাশি কলেজের অস্থায়ী কর্মীর চাকরিটিও মনোজিৎকে তিনিই পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ! যদিও, এত কিছুর পরও কোনও কিছুর মধ্য়েই দোষ দেখছেন না বজবজের তৃণমূল বিধায়ক!যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola