East Burdwan: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বৈধ ঘাটেই অজয় থেকে চলছে বালি পাচার!
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই হোক বা তেড়েফুঁড়ে প্রশাসনিক অভিযান, বালি মাফিয়ার দৌরাত্ম্য চলছেই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বৈধ ঘাটেই অজয় থেকে চলছে বালি পাচার! পাইপলাইনের মাধ্যমে মাঝ নদী থেকে জল সহ বালি তুলে তা কিনারায় জড়ো করা হচ্ছে। দিনের আলোয় সবার সামনেই চলছে বালিচুরি।
Tags :
Sand Bangla News Bangla News Live East Burdwan Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News