Mangalkot TMC Murder CID: তৃণমূল নেতা খুনের তদন্তে আজই মঙ্গলকোটে সিআইডি-র তদন্তকারীরা

Continues below advertisement

মঙ্গলকোটে তৃণমূল (TMC Leader Murder) নেতা অসীম দাসকে খুনের তদন্ত শুরু সিআইডি-র (CID)। আজই সিআইডি-র একটি দল মঙ্গলকোটে যাবে। গত ১২ জুলাই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলার কথা। 

মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার। পাকড়াও আরও এক তৃণমূল কর্মী। ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। প্রকৃতি দোষীদের শাস্তি হবে বলে দাবি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)।

অন্য়দিকে, কাঁধে ছিল ৫ জনের সংসারের দায়িত্ব। কিন্তু করোনা (Corona) পরিস্থিতিতে কাজটা চলে গিয়েছিল। জিনিসপত্রের যা দাম, ধার করেও সামলানো যাচ্ছিল না। এই সঙ্কটে পড়েই আত্মঘাতী হয়েছেন এক যুবক। তেমনই দাবি পরিবারের। 
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরের বেনেচাঁদনিতে, বাড়ির কাছে একটি বাগান থেকে উদ্ধার হয় ৩১ বছরের নাজির খানের ঝুলন্ত দেহ (Youth Suicide)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram