tapas mondal claims money taken for college admission was sent to board and not to manik bhattacharya

Continues below advertisement

২৪ ঘণ্টায় সুরবদল মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। মানিক ভট্টাচার্য নয়, টাকা পাঠানো হত বোর্ডকে। দাবি মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। ‘ডিএলএড কলেজে ভর্তির লেট ফাইন হিসেবে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়। আমার অফিস থেকে টাকা যেত বোর্ডের কাছে। ৩০০ টাকা অনলাইনের ফি, তার সঙ্গে যোগ করা হত ৪ হাজার ৭০০ টাকা। টাকা নেওয়ার পর কী হয়েছিল জানেন মানিক ভট্টাচার্য। যা সিদ্ধান্ত নেওয়ার মানিক ভট্টাচার্যই নিয়েছেন। অনলাইন ক্লাসের জন্য চুক্তি হয় এডুক্লাসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াপিছু ৫০০ টাকার চুক্তি হয়। নিয়ম ভেঙেছে কিনা সেটা জানে বোর্ড’, ফের ইডি-র দফতরে হাজিরার আগে মন্তব্য তাপস মণ্ডলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram