Manik Bhattacharya : '২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক' দাবি ED র
Continues below advertisement
বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র ( Manik Bhattacharya ) সৌভিক, দাবি ইডির ( ED ) । 'অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না, ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। ' জানা গিয়েছে, 'প্রথমে লন্ডন ( London ) যাত্রার কথা গোপনের চেষ্টা করেন সৌভিক। পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন'। 'পরে দাবি করেন পড়াশোনার কারণে লন্ডন গিয়েছিলেন মানিক-পুত্র' যদিও অভিবাসন দফতরে জানিয়েছিলেন লন্ডন-যাত্রা 'রেসিডেন্সিয়াল পারপাসে', দাবি ইডির। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Manik Bhattacharya ED Manik Bhattacharya Son Souvik Bhattacharya Manik Bhattacharya London House