ED: বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা মনজিৎ সিং গ্রেওয়ালর

Continues below advertisement

ED: বালিগঞ্জে (Ballyganj) ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে ইডি-র(ED) সদর দফতরে হাজিরা দিলেন ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল (Manjit singh Grewal‬ )। সকাল ১১টা নাগাদ যেতে বলা হলেও, সকাল সাড়ে ১০টাতেই ইডি-র দিল্লির দফতরে পৌঁছে যান মনজিৎ। কেন্দ্রীয় এজেন্সির কাছে ৩ বছরের আয়কর রিটার্ন (it return), জমি সংক্রান্ত নথি জমা দেবেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। সম্প্রতি বালিগঞ্জে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের (Gajraj Group) অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারে নাম জড়ায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram