Manmohan Singh : অগাধ পাণ্ডিত্য় এবং ভদ্রতার এক মিশেল মনমোহন সিংহ | আক্রমণে বিদ্ধ হলেও, সীমা ছাড়াননি

Continues below advertisement

ABP ANANDA LIVE: অগাধ পাণ্ডিত্য় এবং ভদ্রতার এক মিশেল ছিলেন মনমোহন সিংহ। প্রতিপক্ষের শত ব্য়ক্তিগত আক্রমণেও যাঁকে কোনও গলা চড়াতে দেখা যায়নি। আক্রমণে বিদ্ধ হলেও, সীমা ছাড়াননি। বরাবরই একটা কথা বলতেন, বিরোধীরা আমাকে যেভাবে মূল্যায়ন করছে, ভবিষ্যতে সে জন্য তাঁদেরই ভুল স্বীকার করতে হবে। তাঁর প্রয়ানের পর সেই কথা কানে বাজছে সবার।

আরও খবর...

ব্যারাকপুরে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সংসদ পার্থ ভৌমিক। নৈহাটি উৎসবের মঞ্চে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে পাশে দাঁড় করিয়ে ব্যারাকপুরে গুন্ডা দমনের দাওয়াই দেন তৃণমূল সাংসদ। নতুন বছর শুরুর ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি। অলক রাজেরিয়ার নেতৃত্বে ব্যারাকপুরের গুন্ডারা ভয় পাচ্ছে বলেও দাবি করেন পার্থ ভৌমিক। 

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর। এবার থেকে প্রত্যেক উপভোক্তা-পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই মিলবে চাল-ডাল-সহ রেশন সামগ্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram