Kolkata CP: কঠিন পরিস্থিতিতে হাল ধরত মনোজ ভার্মার উপরেই আস্থা রাখল রাজ্য। ABP Ananda Live

Continues below advertisement

কঠিন পরিস্থিতিতে হাল ধরতে দুঁদে পুলিশ অফিসার মনোজ ভার্মার উপরেই আস্থা রাখল রাজ্য সরকার। বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হল তাঁকে। 

কঠিন পরিস্থিতির কড়া মোকাবিলা কীভাবে মাঠে নেমে করতে হয়, তা বারবার করে দেখিয়েছেন তিনি! আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় যখন কলকাতা পুলিশের উপর ক্ষোভ আছড়ে পড়েছে সমাজের একটা বড় অংশের, সেই কঠিন পরিস্থিতিতে হাল ধরতে দুঁদে পুলিশ অফিসার মনোজ ভার্মার উপরেই আস্থা রাখল রাজ্য সরকার। বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হল তাঁকে। মনোজ ভার্মা ১৯৯৮ সালের ব্যাচের আইপিএস অফিসার। এতদিন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন। মনোজ ভার্মা মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছিল প্রশাসন৷ সেটা ২০০৯ সাল। মাও নাশকতা চরম আকার নেওয়ায়, কিছুদিন বাদে শুরু হয় যৌথবাহিনীর অভিযান৷ নেতৃত্বে ছিলেন এই দুঁদে আইপিএস অফিসার৷ মাওবাদী দমনে বড়সড় সাফল্য় পেয়েছিল যৌথবাহিনী৷



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram