Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের

Continues below advertisement

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের উপর বীতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের।
'বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল', 'কিন্তু আগের চাকরির পেনশন ও গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না', 'বিধায়ক পদ ছাড়লে খাব কী?', 'পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াব', 'এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়', ফেসবুক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে ব্লক সভাপতির সঙ্গে সংঘাত বিধায়কের।

 

পঞ্চায়েত ভোটের আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বলাগড়ে অস্বস্তিতে তৃণমূল। ফেসবুকে পোস্ট করে দলীয় পদে ইস্তফা দেওয়ার কথা জানালেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 
সোশাল মিডিয়ায় বলাগড়ের বিধায়ক দাবি করেছেন, তিনি তৃণমূলের হুগলি জেলার ৬ নম্বর জোনের পঞ্চায়েত নির্বাচনী কমিটির সদস্য ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। ব্য়ক্তিগত কারণে এই দুটি পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন বলাগড়ের বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীর দাবি, বিধায়ক পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলেও, আর্থিক সংস্থানের কথা মাথায় রেখে এই মুহূর্তে তা করতে পারছেন না। এই রাজনীতি তাঁর মতো মানুষের পক্ষে সম্ভব নয় বলেও ফেসবুকে পোস্টে অভিমানী স্বীকারোক্তি বলাগড়ের তৃণমূল বিধায়কের। কিছুদিন আগে পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে বাগ্ যুদ্ধে জড়ান মনোরঞ্জন ব্যাপারী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram