Anupam Hazra: ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, ঝাঁটা মেরে বের করতে হবে: অনুপম হাজরা। ABP Ananda Live
কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপিরই নেতা-কর্মীদের আক্রমণে অনুপম হাজরা। 'এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া'
'সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে', বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা', বিস্ফোরক অভিযোগ অনুপম হাজরার। 'ত্রুটি বিচ্যুতি বরদাস্ত নয়', হুঁশিয়ারি বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের।
Tags :
Bangla News ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel