Opposition Meeting: জোট বৈঠকেই হাজির থাকছেন না বলে জানাচ্ছেন একের পর এক হেভিওয়েট নেতারা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: সংসদে বিরোধী দলগুলিকে নিয়ে ফের বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে। সকাল ১০টায় রাজ্যসভার বিরোধী দলনেতার ঘরে বৈঠকে বসবেন বিরোধী জোট INDIA-র একাধিক নেতা। সোমবারই কংগ্রেস জানিয়েছিল, শীতকালীন অধিবেশনে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ধনী ও গরিবদের মধ্যে ক্রমবর্ধমান ফারাকের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চায় তারা। বিদেশনীতি নিয়েও সংসদে আলোচনা চায় কংগ্রেস।

রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি। মোদি ময় হিন্দি বলয়। আর এই ফলাফল থেকেই কি ইঙ্গিত স্পষ্ট যে আসন্ন লোকসভা ভোটে বিজেপির পৌষমাস বিরোধীদের 'INDIA' জোটের সর্বনাশ হবে? ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস।  এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। অনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram