Recruitment Scam: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির, বিলাসবহুল ধাবার হদিশ | ABP Ananda LIVE

Continues below advertisement

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ২০টি সম্পত্তির হদিশ । বলাগড়ে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি । গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া । বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, বারান্দায় রয়েছে ট্রেডমিল । জিরাটের আসাম রোডে বিলাসবহুল ধাবার হদিশ । কর্মীদের দাবি, এই ধাবার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় । বন্ধ ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার । ধাবার উল্টোদিকে রয়েছে ইচ্ছেডানা গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের । বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান, যার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram