Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলে একের পর এক ভাঙন ! ABP Ananda Live
মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির উত্তাপ এখনও কমেনি। এবার মনোনয়ন প্রত্য়াহারের জন্য় বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর, বিজেপি প্রার্থীদের কোথাও টাকার টোপ, কোথাও হুমকি দেওয়ার অভিযোগ। এরই মধ্য়ে গোসাবায় বিজেপি নেতার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল শাসকের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 West Bengal Panchayat Election Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule West Bengal Panchayat Election Date WB Panchayat Election Date WB Panchayat Poll 2023