Kurmi Protest: কুড়মিদের আন্দোলনে জেরে বাতিল কোন কোন ট্রেন ? দেখে নিন তালিকা | ABP Ananda LIVE

Continues below advertisement

পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 
হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
উদয়পুর-শালিমার এক্সপ্রেস
পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস
মুম্বই সিএসএমটি-হাওড়া মেল
হাওড়া-মুম্বই সিএসএমটি-গীতাঞ্জলি এক্সপ্রেস
শালিমার-পোরবন্দর এক্সপ্রেস
খড়গপুর-হাতিয়া মেমু এক্সপ্রেস
নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
হাওড়া-রাঁচি এক্সপ্রেস

আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে আড়াইশোর কাছাকাছি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram