Train Cancelled : কুড়মি আন্দোলনের জেরে বাতিল বহু গুরুত্বপূর্ণ ট্রেন, দেখে নিন তালিকা
Continues below advertisement
রাজ্যে চারদিন ধরে চলছে কুড়মিদের আন্দোলন। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন।
হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস , হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস, উদয়পুর-শালিমার এক্সপ্রেস, পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া মেল, হাওড়া-মুম্বই সিএসএমটি-গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া মেমু এক্সপ্রেস, নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া-রাঁচি এক্সপ্রেস
Continues below advertisement