Mao Poster Arrest: মাওবাদীদের নাম করে পোস্টার, ঘোলা থেকে গ্রেফতার ১।Bangla News
মাওবাদীদের নামে পোস্টার দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বীরভূম থেকে গ্রেফতার হওয়া দু’জনের সঙ্গে ধৃতের যোগ ছিল।
Tags :
ABP Ananda Bankura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Garbeta Maoist Activity এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ West Mednipore মাওবাদী পোস্টার Mao Poster Maoists Arrest এবিপি আনন্দ Bankura Mao Arrest