Margram: নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি মৃত নিউটন শেখের পরিবারের
নেপথ্যে রয়েছে কংগ্রেস (Congress), দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি (BJP) করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। এই ঘটনায় দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন ঘটনাস্থলে যান বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল ও হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। মৃত নিউটন শেখ ও লাল্টু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।