RG Kar Student Death: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশন
ABP Ananda Live: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের আয়োজন। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টরাও। RG কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সকলেই উগড়ে দিলেন ক্ষোভ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র ডাকে নবান্ন অভিযানের...আগের দিন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের আয়োজন করা হল। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টরাও। RG কর-কাণ্ডের প্রতিবাদে সরব অভিনেত্রী সোহিনী সরকার...! গণ কনভেনশনে উগড়ে দিলেন ক্ষোভ।
সোমবারও, অবস্থান-বিক্ষোভ চলছে আর জি কর মেডিক্যাল কলেজে। এদিন, নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আসেন পদ্মশ্রীপ্রাপক চিকিৎসক অরুণোদয় মণ্ডল। প্রতিবাদ মঞ্চে এসে এদিন মোমবাতি জ্বালান রিষড়ার বাসিন্দা এক রোগীর আত্মীয়।
একদিকে প্রতিবাদ চলছে, অন্য়দিকে তদন্ত।