Kolkata News: উত্তপ্ত ডি এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ অভিযোগ। ABP Ananda Live

Westbengal News: তৃণমূলের (TMC) ছাত্র সংগঠন বনাম তৃণমূলের চিকিৎসক সংগঠনের বচসার জেরে উত্তপ্ত ডি এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ( D.N. De Homeopathy Medical College) অভিযোগ। কলেজের প্রাক্তন ছাত্রদের একাংশ, হস্টেলে তৃণমূলের চিকিৎসক সংগঠন শাখা খুলতে চেয়ে একটি ঘর দেওয়ার দাবি জানায়। অধ্যক্ষ তা দিতে অস্বীকার করায় শুরু হয় গন্ডগোল প্রাক্তনীদের অভিযোগ, বর্তমান পড়ুয়াদের আপত্তিতেই তাদের সংগঠনকে ঘর দিতে আপত্তি জানান অধ্যক্ষ। অধ্যক্ষের ঘরের ভেতরেই প্রাক্তনী বনাম বর্তমান পড়ুয়াদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি অধ্যক্ষের সঙ্গেও প্রাক্তনীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ট্যাংরা (Tangra) থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola