Nabanna March: তুলকালাম পরিস্থিততি হাওড়া ব্রিজে, জলকামান চার্জ শুরু পুলিশের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে নবান্ন যেন দুর্গ। কলকাতা থেকে হাওড়া-দিকে দিকে ব্যারিকেড। মিছিল আটকাতে এজেসি বোস রোডের দুটি দিকেই নামানো হল কন্টেনার। নবান্নমুখী একের পর এক রাস্তা বন্ধ, এজেসি বোস রোডও বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলও, শুধু সরকারি বাসকে ছাড়। জলকামান চার্জ শুরু করেছে পুলিশ। 

বিশাল গার্ডরেল। ব্যারিকেডের উপর এক যুবক জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে পড়লেন। বিক্ষোভকারীদের তখন বলতে শোনা যায়, 'আমাদের এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা জাস্টিস চাইছি জাস্টিস, লিগাল জাস্টিস চাইছি।' পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে । এই সময়ই জলকামান থেকে জল ছোড়া শুরু হয়। হাওড়া ব্রিজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন দিক থেকে মিছিল এসেছিল। জলকামান চলার মধ্যেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয়। পাশাপাশি পরপর টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় একের পর এক। জলের সেই তোড়ের সামনেই জাতীয় পতাকা হাতে লাল পোশাকে দাড়িওয়ালা একজন টানা দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, জলের তোড় বাড়তে থাকায় দাঁড়িয়ে থাকার উপায় ছিল না।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram