Nabanna March: ছাত্র সমাজের নবান্ন অভিযানে তুলকালাম। ABP Ananda Live

ABP Ananda Live: ছাত্র সমাজের নবান্ন অভিযানে তুলকালাম। নবান্নের দিকে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা, আর তাদের থামাতে মরিয়া পুলিশ। দুপক্ষের টানটান স্নায়ুর লড়াইয়ের সাক্ষী রইল হাওড়া ব্রিজ ও কলেজ স্ট্রিট। কার্যত তৈরি হল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি।

মাথার উপর হাওড়া ব্রিজ... ধোঁয়ায় ঢাকা চারপাশ... তীরের গতিতে ছুটে আসছে জল...তার মধ্যেই, জাতীয় পতাকা হাতে পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ। কিছুটা দূরে, জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন। ছাত্র সমাজের নবান্ন অভিযানে মঙ্গলবার এভাবেই তুলকালাম পরিস্থিতি তৈরি হল হাওড়া ব্রিজের উপর। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে মহাত্মা গান্ধী রোড হয়ে, হাওড়া ব্রিজে আসেন বিক্ষোভকারীরা। এখানে, আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বেলা গড়াতেই মহাত্মা গান্ধী রোড ধরে আসা মিছিল, হাওড়া ব্রিজে ব্যারিকেড করে আটকায় পুলিশ। প্রথমেই একের পর এক গার্ডরেল রাস্তায় ফেলে দেন বিক্ষোভকারীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola