Sandeshkhali Chaos: সন্ত্রস্ত সন্দেশখালিতে প্রতিরোধের আগুন! ABP Ananda Live
West Bengal News: বেপাত্তা শেখ শাহজাহান (Seikh Sahajahan), সন্দেশখালিতে (Sandeshkhali) উলটপুরাণ! শাসক দলের মিছিলের পাল্টা মিছিল গ্রামবাসীদের, প্রতিরোধের মুখে চম্পট তৃণমূল কর্মীদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে আটকে রেখে মারধরের অভিযোগ। সন্দেশখালির অঞ্চল সভাপতি উত্তম সর্দারের বাড়িতেও গতকাল ভাঙচুর চলেছে। হাসপাতালে নিয়ে যেতেও বাধা, দাবি তৃণমূল বিধায়কের। ঘরে ঢুকে ভাঙা হয়েছে আসবাবপত্র। সন্দেশখালিতে তৃণমূলের ওপর হামলার ঘটনায় ৩ এফআইআর। 'শাসক দলের মদতে চাষের জমি, সেচ খাল দখল করে একের পর এক ভেড়ি'। জমি হাতছাড়া, মেলেনি ক্ষতিপূরণও, অভিযোগ গ্রামবাসীদের একাংশের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন, ভেড়িতে ভাঙচুর গ্রামবাসীদের। গন্ডগোলের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। গ্রামবাসীদের অভিযোগে গ্রেফতার ১ তৃণমূল কর্মী। ABP Ananda Live