Duttapukur: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে দেহ | ABP Ananda LIVE
Continues below advertisement
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার দত্তপুকুরে । দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের । বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ! বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত এলাকা । দত্তপুকুরের 'ভানু বাগ' কে? উঠে আসছে জোড়া নাম । আজিবর রহমান ও সামসুল আলির বিরুদ্ধে বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ । পুলিশ-প্রশাসনের মদতে বেআইনি বাজির কারবার, অভিযোগ স্থানীয়দের
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন, দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের । এলাকায় ব্যাঙের ছাতার মতো । এগরার ঘটনার পরও ফেরেনি হুঁশ, চোখে আঙুল দিয়ে দেখাল দত্তপুকুর
Continues below advertisement