Howrah: হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন | Bangla News

Continues below advertisement

Bagnan Fire: হাওড়ার (Howrah) বাগনান (Bagnan) স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন (Fire)। ভস্মীভূত ১৫-২০টি দোকান। ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষপর্যন্ত দমকলের (Fir brigade) ৫টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট (Shot circuit) থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram