Kolkata Fire:লেক অ্য়ভিনিউে তলার তুলোর গুদামে ভয়াবহ আগুন, অল্পের জন্য় রক্ষা আবাসিকদের । ABP Ananda LIVE
লেক অ্য়ভিনিউে বহুতলের নীচে তলার তুলোর গুদামে লাগল ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রেস্তরাঁর রান্নাঘরেও। অল্পের জন্য় রক্ষা পান বহুতলের আবাসিকরা। দমকলের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করলেও, বেআইনি গাড়ি পার্কিং এর জেরে দমকল ঢুকতে সমস্য়া তৈরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।