ABP News

Tab Scam: জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, মাস্টারমাইন্ড গ্রেফতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, মাস্টারমাইন্ড গ্রেফতার । মাজিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার । গ্রেফতার মহম্মদ মুফতাজুল ইসলাম জুয়েল  । উত্তর দিনাজপুরের চোপড়ার কোর্টগাছ থেকে গ্রেফতার । 'স্কুলের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে ট্যাবের টাকা গায়েব' । মাস্টারমাইন্ড হিসেবে জুয়েলের নাম উঠে আসে CID-র তদন্তে: সূত্র । ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার । ইসলামপুর সাইবার থানায় অভিযোগ দায়ের, চক্রী গ্রেফতার

'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্ক যোগ্য, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে, নির্যাতিতার পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?' এখনই উত্তর চাইনা, পরে জানান, নিহত চিকিৎসকের পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল, জানালেন পরিবারের আইনজীবী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram