Narada Scam : নারদকাণ্ডে দীর্ঘদিন পর নড়েচড়ে বসল সিবিআই, হাতে নতুন তথ্য ?

২০১৬ সালে, রাজনীতিতে তোলপাড় ফেলা, নারদকাণ্ড নিয়ে, দীর্ঘদিন পর নড়েচড়ে বসল সিবিআই। স্টিং অপারেশন নিয়ে সোমবার, ম্য়াথ্য়ু স্য়ামুয়েলকে নিজাম প্য়ালেসে তলব করল তারা। গত প্রায় দেড়বছরে নারদকাণ্ডে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তদন্তেও সেরকম কোনও নাড়াচাড়া দেখা যায়নি। এই পরিস্থিতিতে ম্য়াথুকে ডাকার পর প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনও তথ্য় এসেছে গোয়েন্দাদের হাতে? সিবিআই সূত্রে দাবি, গোয়েন্দারা মনে করছেন, ম্য়াথ্য়ু বেশ কিছু তথ্য় গোপন করেছেন। যথারীতি সিবিআই সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে, সক্রিয় হয়ে উঠেছে রাজনীতিও। যদিও ম্যাথু স্পষ্ট বলে দিয়েছেন, বিমানে যাতায়াত আর কলকাতায় থাকার খরচ না দিলে তিনি যাবেন না

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola