Narada Case: ফের নারদকাণ্ড নিয়ে তৎপর CBI, ম্যাথ্য়ু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় এজেন্সির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের নারদকাণ্ড নিয়ে তৎপর CBI. আগামী ২৯ জুলাই ম্যাথ্য়ু স্যামুয়েলকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাঁকে ব্যাঙ্গালোরের CBI অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। ম্যাথ্য়ুর দাবি, প্রেসিডেন্ট নির্বাচন কভার করতে তিনি এই মুহূর্তে আমেরিকাতে আছেন। সেই কারণে CBI-তলবে যেতে পারছেন না বলে জানিয়েছেন ম্যাথ্যু স্যামুয়েল। লোকসভা ভোটের আগে, নারদ স্টিং অপারেশনের নেপথ্য়ে থাকা ম্যাথ্য়ু স্যামুয়েলকে নিজাম প্যালেসে তলব করেছিল CBI. সেইসময় হাজিরা দেননি ম্যাথ্যু। গত বছরের সেপ্টেম্বরেও তাঁকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। যাতায়াতের খরচ না দিলে নারদকাণ্ডে হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন ম্যাথ্যু স্য়ামুয়েল।

এবার হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ। পরিচারিকার গোটা পরিবারকে আটকে রেখে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর পরিবারে পরিচারিকার কাজ করতেন আক্রান্ত পরিবারের মেয়ে। দিনকয়েক আগে ওই তরুণী বিয়ে করে চলে যান। অভিযোগ, পরিচারিকা ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি করে তরুণীর মা-বাবা-দাদাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কারখানায় আটকে রেখে বেধড়ক মারধর করে ব্যবসায়ী পরিবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola