Matua: আবার প্রকাশ্য়ে মতুয়া ঠাকুরবাড়ির কোন্দল, অনশনে বসলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের মেয়ে
আবার প্রকাশ্য়ে মতুয়া ঠাকুরবাড়ির কোন্দল। বড় মা বীণাপানি দেবীর ঘরের তালা খুলে দেওয়ার দাবিতে অনশন। অনশনে বসলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বড়মা বীণাপানি দেবীর ঘরের দাবি নিয়ে শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের বিরোধ তুঙ্গে। ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় মার ঘরে ঢোকেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের অনুগামীরা ঘরে তালা লাগিয়ে দেন। ঘটনায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান মমতা ঠাকুর। এবার বড় মার ঘরের তালা খুলে দেওয়ার দাবিতে অনশনে বসলেন মমতা ঠাকুরের মেয়ে