Krishna Chakraborty: 'ভুল হয়েছে, খামতি রয়েছে, মাথা পেতে নিচ্ছি', 'ব্যর্থতা' স্বীকার কৃষ্ণা চক্রবর্তীর | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: গতকাল নবান্নে পুর-পরিষেবা নিয়ে তীব্র ভর্ৎসনা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে (CM Mamata Banerjee)। কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'প্রতিটি পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে সরকারের ওপরে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে।' গতকাল বক্তব্য রাখার সময় মমতা স্পষ্ট বলেছিলেন আজ কারও বলার দিন নয়, শোনার দিন। তবে ইতিমধ্যেই ২৪ ঘণ্টা পেরিয়েছে। 'ব্যর্থতা' স্বীকার করে নিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বললেন, 'ভুল হয়েছে, খামতি রয়েছে, মাথা পেতে নিচ্ছি। মুখ্যমন্ত্রী বকলে, ধমক দিলে, সেটা আমাদের কাছে আশীর্বাদ।জবরদখলমুক্ত করার কাজ শুরু হয়ে গেছে।আবর্জনা পড়েছিল, এটা আমার লজ্জা। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আমিও নেব।'
Continues below advertisement