State Joint: 'কেবল পরীক্ষার আগে নয়, সারাবছর পড়াই সাফল্যের চাবিকাঠি', বলছেন রাজ্য জয়েন্টে পঞ্চম স্থানাধিকারী ময়ূখ

Continues below advertisement

রাজ্য জয়েন্টে পঞ্চম স্থানাধিকারী ময়ূখ। কোন পদ্ধতিতে পড়াশোনা করতেন তিনি? ময়ূখ বলছেন, 'নিয়ম মেনে পড়াশোনা করতাম। আত্মবিশ্বাস ছিল রেজাল্ট ভাল হবে।' শুধু তাই নয়, ময়ূখ বলছেন যে গুরুত্বপূর্ণ ছিল নিয়মানুবর্তিতা। রোজ পড়তে বসা, নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা এগুলিও কাজ করেছে ময়ূখের ক্ষেত্রে। ঠিক কতটা সময় ধরে পড়তেন ময়ূখ? তিনি বলছেন, 'কোনও ধরাবাঁধা সময় নেই যে একদিনে এতক্ষণ পড়ব। যতক্ষণ ভাল লাগত, পড়তাম। তবে ছোটখাটো কাজ দিয়ে সবসময়ে পড়াশোনার মধ্যেই থাকতাম।' ময়ূখ আরও জানান, তিনি ভালবাসেন গান শুনতে ও গল্পের বই পড়তে। পড়াশোনার বাইরে সেই সমস্ত দিকেই সময় দিতেন তিনি। তবে পরীক্ষার আগে সারাদিন পড়াশোনা করায় বিশ্বাসী নন ময়ূখ। তাঁর মতে, সারাবছর পড়াশোনা করলে তবেই মিলতে পারে সাফল্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram