Birbhum:পঞ্চায়েত ভোটের আগে, অনুব্রতহীন বীরভূমে যৌথসভা করলেন মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী
পঞ্চায়েত ভোটের আগে, অনুব্রতহীন বীরভূমের সংখ্য়ালঘু অধ্য়ুষিত এলাকায় যৌথসভা করলেন মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী। দু-দলই দুর্নীতি ইস্য়ুতে একযোগে আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপিকে। পাল্টা, জবাব দিয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসকদল।
Tags :
Md Salim Bangla News Bangla News Live ABP Ananda Adhir Chowdhury Birbhum ABP Ananda Bengali News