Medical College : ২৪ ঘণ্টা পার, নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে মেডিক্যাল কলেজের পড়ুয়ারা
২৪ ঘণ্টা পার। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। এদিন আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে অনশন মঞ্চে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। তাঁদের বক্তব্য, স্বাস্থ্যসচিব আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু, ছাত্রদেরও একটা সহমতের জায়গায় আসতে হবে। অন্যদিকে, এদিনই অনশনস্থলে সিসি ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢেকে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সিসি ক্যামেরা বন্ধ করতে আগে আবেদন জানানো হলেও, কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ২ জন অধ্যাপককে চলে যেতে বলেন পড়ুয়ারা। অভিযোগ, ওই দুই অধ্যাপক পড়ুয়াদের হেনস্থা করেন। অভিযোগ অস্বীকার মেডিক্যাল কলেজের ২ অধ্যাপকের।
Tags :
Election Agitation ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Medicalcollege ABPAnanda BanglaNews