Medinipur Jobless teacher Rally: মেদিনীপুরে চাকরিহারাদের বিক্ষোভ । পথ অবরোধ, মানব বন্ধন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মেদিনীপুরে চাকরিহারাদের বিক্ষোভ । জেলাশাসকের অফিসের সামনে পথ অবরোধ, মানব বন্ধন

আরও খবর...

'রামায়ণ বহুকাল ধরেই বাংলায় জনপ্রিয়। কিন্তু রামচন্দ্রের পুজো উত্তর ভারতে যতটা হয়ে থাকে, এখানে তা হয় না। রামচন্দ্রের পুজো একটা কৃষ্টি সংস্কৃতির 
অংশ। রাজনৈতিক প্রচার করে বাঙালি সংস্কৃতিতে তার আত্মীকরণ সম্ভব নয়', বললেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।

এবার তমলুকে রাম বনাম সত্যনারায়ণ। একই এলাকায় দু'টি পুজো ঘিরে সংঘাত চরমে। তমলুক হাসপাতাল মোড়ে রাম পুজোর আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। 
রামের মণ্ডপ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ওই একইস্থানে কিছুটা দূরে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে তৃণমূল। 'রাম পুজোয় অনুমতি পেলেও কেন বাধা দেওয়া হবে', প্রশ্ন বিজেপির। 'একই জায়গায় চক্রান্ত করে সত্যনারায়ণ পুজো করছে তৃণমূল', অভিযোগ বিজেপির। 'রামনবমীকে সামনে রেখে আমরা পুজো করছি না। নির্ঘণ্ট অনুযায়ী সত্যনারায়ণ পুজাে করা হচ্ছে', পাল্টা প্রতিক্রিয়া ঘাসফুল শিবিরের। 'রাম-নারায়ণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল-বিজেপি', কটাক্ষ সিপিএমের
'পুলিশ বা পুরসভার তরফে কোনও রাম পুজোয় বাধা দেওয়া হয়নি', প্রতিক্রিয়া চেয়ারম্যানের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola