Saline Contro: 'কর্নাটকে ব্ল্যাকলিস্টেড হওয়ার পরও কেন স্যাম্পল টেস্ট নয়?' প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের

ABP Ananda Live: 'রিঙ্গার ল্যাকটেট নিয়ে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে। অভয়ার ন্যায়বিচারের আন্দোলন চলাকালীনই অভিযোগ। কর্নাটকে ব্ল্যাকলিস্টেড হওয়ার পরও কেন স্যাম্পল টেস্ট নয়?' প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের।

 

ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?

 মালদায় ফের শ্যুটআউট। দুলাল সরকার-খুনের ১২ দিনের মাথায় ফের মালদায় তৃণমূলকর্মী খুন ! রাস্তার শিলান্যাস করতে গিয়েও চলল গুলি, তৃণমূলকর্মী খুন ! তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ আরও ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ, এলাকা দখলের লড়াই ঘিরে ফের তৃণমূল বনাম তৃণমূলের এই ঘটনা! ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ ২ জন সঙ্কটজনক। অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। তৃণমূল কর্মী জাকিরের সঙ্গে বকুল শেখের বিবাদের জেরেই এই হামলার ঘটনা বলে অভিযোগ উঠেছে। কালিয়াচকে ভিড়ে ঠাসা তৃণমূলের অনুষ্ঠানেই গুলি করে চম্পট দেয় আততায়ীরা ! ১২ নম্বর জাতীয় সড়কের কাছেই সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। এলোপাথাড়ি গুলির পরে ইট দিয়ে মাথা থেঁতলে তৃণমূলকর্মীকে খুন করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola