Medinipur Medical College News: মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু, অসুস্থ আরও ৪
ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যুর পর থেকেই ছড়িয়েছিল উত্তেজনা। মৃতার পরিবারের সন্দেহই ছিল, ভুল ওষুধ বা স্যালাইনের প্রয়োগেই মর্মান্তিক পরিণতি হয়েছে প্রসূতির। এবার সেই সন্দেহেই পড়ল সিলমোহর। এই নিয়ে স্বাস্থ্য দফতরে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, তা এক কথায় বিস্ফোরক ! বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে মৃত্যু হয়েছে প্রসূতির, ব্যাখ্যা রিপোর্টে। সিজার হওয়া মহিলাদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে স্যালাইনের সঙ্গে ওষুধ দেওয়া হয়। রিপোর্ট বলছে, ওই প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধ করতে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। আর এই স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরে রোগী মৃত্যুর ঘটনা সম্পর্কে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, তাতে দাবি এমনটাই।