Medinipur Incident: মেদিনীপুর স্যালাইনকাণ্ডে এবার তদন্তে CID, কার গাফিলতিতে বিতর্কিত RL স্যালাইন?

ABP Ananda Live: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID। কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? MSVP, PGT, RMO-সহ একাধিক চিকিৎসকে জিজ্ঞাসাবাদ। কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? কেন এক প্রসূতির মৃত্যুর পরেও বাকিদের কলকাতায় আনতে এত দেরি?

ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?

দুলাল সরকার হত্যাকাণ্ডের এখনও দুই সপ্তাহ অতিক্রান্ত হয়নি। তারমধ্যেই আর এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। আজ সকালে শ্যুটআউটের ঘটনা ঘটেছে কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজে শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে বকুল শেখকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অঞ্চল সভাপতি ছাড়াও আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বকুল শেখের অবস্থা সংকটজনক। কে বা কারা গুলি চালাল তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola